অতঃপর যা হলো
আয়েশা মুন্নি
তোমাকে পাবার প্রতিটি অক্ষরজুড়ে
ঢেলে দিয়েছি কত শত ভালোবাসা,
প্রেম কাব্যে লিখেছি কতবার,ভালোবাসি।
গল্প,উপাখ্যান,উপন্যাসের প্রতিটি পৃষ্ঠায়
লিখে দিয়েছি অহিংস প্রেম নীতি
তবুও তোমার ক্ষোভের আগুনে
পুড়িয়ে রেখেছো আমার আদুরে ভালোবাসা!
অতঃপর যা হলো—
তোমার শূণ্যতা ঢেলে জানিয়ে দিলে
তুমি মুক্ত আকাশ চাও,স্বাধীনতা চাও,
আমার থেকে যোজন যোজন দূরে যেতে চাও!
পরিশেষে কষ্টের আশ্রয় প্রশ্রয়ে
আমিও মুক্তি দিলাম, যাও পাখি
উড়ে উড়ে সুখের নীলাকাশ খুঁজে নাও…