জিঘাংসা
রেবেকা রহমান
প্রকৃতির এ এক জীবন্ত বিপ্লব!
সভ্যতার স্বার্থপরতায় পৃথিবী হয়েছে ক্ষুব্ধ!
রেসের ঘোড়ার মত সভ্যতার তীক্ষ্ণ নখে
মেতেছিলো উৎসব
শিল্পের আকাশচুম্বী উত্থানে দাঁড় টানেনি কেউ
আপন মুদ্রাদোষে ভেসে যাচ্ছে মানুষ
শোকের রঙ উড়ছে চারপাশে
মৃত্তিকার গন্ধ নিয়ে ফিরে আসতে পারবে কি মানুষ?
এই পৃথিবীতে…!
রোগ শোক ফেলে এই অর্ধমৃত ধরনীতে ঈশ্বর
তোমার মহিমা দেখাও
ম্যাজিকের মতো
জিঘাংসার মৃত্যু হোক
মৃত্যু হোক…..
এসো মানবতা —
রাসায়নিক চুল্লী নয়
একটি নদী, নৌকা, কবুতরের চাষ করি