“গহীন অতল”
রীতা ধর
গহন রাত্রি শেষে
পৃথিবী ফুটে উঠে চিরন্তন
পড়ে থাকে বিগত রাতের স্মৃতি
রিক্ত বুকে কিছু তার অনুরণন।
চৈত্রের শেষ গোলাপ
ঝরে যায় গোপন দীর্ঘশ্বাসে
সে তো তোমারও জানা
ব্যথার দহন কোন অবিশ্বাসে।
নিভৃত অশ্রুয় বিরহী পথ ফুল
সুবাসিত যেন অলিক স্বপ্ন ঘোরে
জীবনের শিরে খসে মরাপাতা
ভুল বৃন্ত সবুজ পল্লবে ভরে।
প্রহরের সাথে প্রহর কাঁদে
পাহাড় চূড়ায় অনল
জনমের পর জনম ধরে
ছুঁয়ে থাকে মেঘের জল।
কতোটা সরল সুষমায়
হঠাৎ মন হয়ে উঠে চঞ্চল
মনও যে এক গভীর সমুদ্র
কার সাধ্য খুঁজে পায় তার তল।
জীবনও ঠিক শিশির ভেজা পদ্ম
ভালোবাসার একফোঁটা নীল জল
রুদ্ধ হৃদয়ের নীরব অবগাহন
দুঃখ সুখের জটিল সমিকরণ।




















