ওপার বাংলার কবি বিশ্বজিৎ কর এর কবিতা “সাথী হবে তো”

760
Doinik-Alap-Poem-Kobi-কবি-বিশ্বজিৎ কর -Kobita-কবিতা-সথীহবে তো
কবি বিশ্বজিৎ কর

সাথী হবে তো?

বিশ্বজিৎ কর

ভাবনার সমতলে লাগানো চারাগাছগুলো ইদানিং জল পাচ্ছে –
পরিকল্পনা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে, আমি বুঝতে পারি!
কালোমেঘের ঘনঘটায় আলোর ঝলকানি তোমারই ভালবাসার স্ফুরণ!
আমি জানি, এইসব বৃষ্টির জল জমে একদিন নদী হবে –
সেখানে সুখগুলো শ্যাওলা হয়ে জড়িয়ে থাকবে –
চারাগাছগুলো বড় হবে -আন্তরিকতার ছায়া দেবে!
তুমি বলে উঠবে -“আমি তরী নিয়ে বসে আছি নদী কিনারে!”
তোমার শান্ত -সৌম্য -নিটোল শরীরের ছায়া দেখব আমি নদীর স্বচ্ছ জলে….
হঠাৎ করে ধেয়ে আসা ঝড়ে নদী উতলা হলেই আমি তোমাকে জড়িয়ে ধরব –
নদী আবার শান্ত হবে,
ভাবনার সমতল থেকে তরী দেব ভাসিয়ে, অজানার আহ্বানে!
জীবন-নদীতে দুই অবাধ্য হৃদয় বাঁধনছাড়া মোহময়তায় ভেসেই চলবে!
সাথী হবে তো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here