আজ একুশ…[]
“””””””জাহানারা খাতুন।
“”””””” ২১/০২/২০২২ইং
আজ একুশ, দুই হাজার বাইশ সাল…
হে প্রিয় ভাষাশহীদেরা! চেয়ে দেখো তোমরা,
তোমাদের স্মরণ করছি ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে
বাংলার সকল পবিত্রালয় এর শহীদ মিনারের বেদী
আজ ফুলের বন্যায় ভাসছে।
হে প্রিয় ভাষাশহীদেরা! তোমরা কি দেখছো…?
সকল স্তরের জনগণ ফুল হাতে নিয়ে বিনম্র শ্রদ্ধায়
শহীদ মিনার প্রাঙ্গণে ছুটছে।
বাংলার সকল বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এর
শহীদ মিনারের বেদী আজ ফুলের বন্যায় ভাসছে।
হে প্রিয় ভাষাশহীদেরা!! হে প্রিয়জন আমাদের…
তোমরা আমাদের মায়ের ভাষা ‘বাংলা’কে বাঁচাতে
তোমাদের জীবন দিয়ে গেলে অকাতরে।
ভালোবাসার প্রিয়জনকে শোকের মাতমে ভাসিয়ে;
স্মরণ করছি তোমাদের আজ ভালবেসে শ্রদ্ধায়।
হে প্রিয় ভাষাশহীদেরা, তোমরা …!
ভাষার জন্য জীবন দিয়ে আজ হয়েছো “অমর”
মনে রেখো! বেঁচে রয়েছো বাংলায়, বাঙালির মনে
আজ বিশ্ববাসী জানে তোমাদের ত্যাগের কথা।
আমরা, তোমাদের ঋণ কোনদিনও ভুলবো না।
হে প্রিয় ভাষাশহীদেরা…!
জানি! আমরা জানি!! ৫২’র ২১শে ফেব্রুয়ারিতে
ঢাকা শহরের রাজপথে রক্তের হলি খেলা হয়েছিলো
বাংলার দামাল ছেলেরা ১৪৪ ধারা ভেঙ্গেছে ;
ভাষার জন্য জীবন দিতে দ্বিধা করেনি।
হে প্রিয়, ভাষাশহীদেরা!
মনে রেখো, তোমরা! বাংলার জনগন…
কোনদিনও ভোলেনি তোমাদের ত্যাগের কথা ;
প্রতি বছর “২১” আসে তার চিরাচরিত স্বভাবে;
বাংলার জনগণ ভালবেসে তোমাদের স্মরণ করে ।
হে প্রিয় ভাষাশহীদেরা…!
বাংলার জনগণ ভুলেনি তোমাদের! ভুলবে না কখনও
তোমরা, বাঙালির মনে ছিলে, আছো, থাকবে আজীবন।
সারা বাংলাময়, আজ “একুশে” স্মরণ করে বিনম্র শ্রদ্ধায়
তোমরা আজ “চির অমর” বাঙালির ভালবাসায়।
রচনাকাল:-
২১শে ফেব্রুয়ারি ২০২২ইং