“ঈদ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা – নাসরিন জাহান মাধুরী

464
“ঈদ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা - নাসরিন জাহান মাধুরী

ঈদ

নাসরিন জাহান মাধুরী

কোথায় সে দিন
হারালো সে দিন
কোন ক্রান্তিতে
কোন ভ্রান্তিতে

আবার জমবে কি মেলা
বটতলা হাটখোলায়?
আবারো ট্রাফিক জ্যাম
ফুল হাতে, পপকর্ণ হাতে
পথকলি শিশু ছুটবে কি
জ্যামে থেমে থাকা
বাহনের ওইন্ডো থেকে ওইন্ডোয়?

আবারো কি শহর একাকার হবে বৃষ্টি জলের সাথে স্যাক্রিফাইসের লাল রং মিশে?
প্রতিটি অট্টালিকার সামনে থাকবে কি ভিড় একটুকরো স্যাক্রিফাইস পাওয়ার আশায়?

এবার দা বটিতে শান দেয়া হয়েছে কি?
শব্দ পাইনি সেই লোকটার
যে ঘুরে বেড়ায় বাড়ি বাড়ি
“ধার করাবেন দা বটি”—চিৎকার করে করে…

ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের কোরবানির পশুটি..
আপনার মোবাইলেই চলে এলো এবার গরুর হাট!
কোনটি নেবেন বেছে নিন—
দেশী, সিন্ধি, ভারতীয় কিংবা ফ্রিসিয়ান..

বন্যার জলে ভেসে যায় বসতবাটি
ভাসমান জীবনে আর কি আছে আত্মত্যাগের…
হয়তো পাবে কিছু ত্রাণ উৎসবে
ত্রাণের সাথে সেল্ফির উৎসব..

সুদিনের অপেক্ষায়
আসুক ফিরে সুন্দর দিন
আনন্দ হাসি গান নিয়ে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here