লন্ডন,যুক্তরাজ্য প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন এর লিখেছেন ভিন্নধর্মী কবিতা “কষ্টরা হবে চৌচির ”

579
প্রবাসী কবি ফাহমিদা ইয়াসমিন

কষ্টরা হবে চৌচির

                       ফাহমিদা ইয়াসমিন

সাদা বরফে ছেয়ে গেছে চারপাশ
তবুও ছুটছি আমরা
থেমে নেই কেউ
সময়ের ঘড়ির মতো চলছি
চলছে জীবন।
আমাদের কষ্টের বরফ থেকে
তোমাদের প্রতি ভালোবাসা
স্বজনের আব্দার,রেমিটেন্স
সমাধান হয়।
তবুও তোমরা বলো
বিদেশ বিঁভুইয়ে সুখে আছি।
তোমাদের হাসিতেই আমাদের সুখ
তোমাদের আনন্দেই আমাদের ভালোথাকা।
তোমরাও খোলো মমতার দোয়ার
নইলে যে বেদনার নীলে
কষ্টরা হবে চৌচির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here