সর্বহারা ব্যর্থ পথিক
আলমগীর হোসেন খান
কোথায় হারিয়ে গেছে জানি না
তবু ক্ষণে ক্ষণে পড়ে,
নীরব ধরার মাঝে আমি বন্ধুহীন
এক অভাগা মানুষে ।
চারদিকে আমার ঘন আঁধার
শুধু না পাওয়ার করুণ যন্ত্রণা ,
রাতে অলীক স্বপ্ন,দিনে কুয়াশা।
কে দিবে পোড়া মনে শান্তনা ?
আমার চোখের আড়ালে তোমার
আনন্দের জীবন খেলা করে ,
ওগো বন্ধু তুমি কেনো ভুলে গেলে।
আমি নির্জন পথে হাঁটি,
তুমি আসোনা একটিবার
তোমাকে দেখবো বলে ,
আজোও বেঁচে আছি ।
রাস্তার পাশে আমি কি নিয়ে দাঁড়াবো?
বুকের পাঁজরে ব্যথা তুমি দেখনো,
এতো সুখ তোমার কোথায় ছিলো
বেদনা তোমাকে একেবারেই স্পর্শ করেনা,
একবার ফিরে দেখো আগের পথে,
সর্বহারা পথিক তোমাকে ডাকে ।