ভারত থেকে জীবনের কালবেলায় কলমযোদ্ধা- মৌসুমী করের আবেগ,অনুভূতির কবিতা “প্রতিষেধক নেই‘’

208
জীবনের কালবেলায় কলমযোদ্ধা- মৌসুমী করের আবেগ,অনুভূতির কবিতা “প্রতিষেধক নেই‘’

প্রতিষেধক নেই

       মৌসুমী কর

অবসরেও তোমাকে নিয়ে ভাববোনা
আমার কাছে তার
প্রতিষেধক নেই….
প্রগাঢ় দীর্ঘশ্বাস
আর মুহূর্মুহু পরাজয়ের শঙ্কাকে
নিশ্চিহ্নের ফেরিঘাটে পাঠিয়ে
তোমাকে নিয়ে ভাবতে বসি….
এতে ঝুঁকে পড়া মধ্যাহ্ন
আমাকে আসকরা দেয় বৈকি..
তখন অচিরেই আমার সুখের ঝাঁপি
ভরে যায়….
জানি এই বাউল হৃদয়
লাগামহীন ঘুড়ির মতো
যেখানেই যাক,
বেলাশেষে এই আটপৌরে কুটিরেই
ফিরে আসে
এতে কার পাঁকা ধানে মই দেই
বলতে পারো?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here