“ঈদ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা-সালমা খাতুন

494
“ঈদ” কবিতাটি লিখেছেন কলমযোদ্ধা - সালমা খাতুন

“ঈদ”

সালমা খাতুন

ঈদ এসেছে নীল আকাশে হাসছে চাঁদ
নিবো আমরা কোরবানি ঈদের স্বাদ।
উদার মনে প্রাণ খুলে বিলাবো মাংস
এতে রয়েছে আত্মীয় গরিবের অংশ।
সবাই হাসবো এইদিনে একই সাথে
দুঃখ কষ্ট ভূলে গিয়ে নতুন ভালোবাসাতে।
কতজন গেল চলে আমাদেরকে ছেড়ে
পারবো কি ভুলতে তাদের এই জাবন তরে।
ধনী গরিব মানেনা কি যে এলো করোনা
আর নয় ভেদাভেদ এক হই সবাই চলনা।
করোনা শিখালো ধনীরা পারেনা একা চলতে
ভালো থাকতে সকলকে হবে যে লড়তে।
তবে কেন করি আমরা ধনী গরীব রের বৈষম্য
আমরা ইতো পারি আবার ফিরিয়ে আনতে সাম্য।
ধনীরা দায়িত্ব নিন হউন গরীবের রক্ষক
সকলকে জানাই অফুরন্ত প্রাণঢালা ঈদ মোবারক।

লেখক সালমা খাতুন প্রভাষক
সমাজকর্ম বিভাগ
রায়পুরা সরকারি কলেজ
রায়পুরা,নরসিংদী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here