প্রত্যাখ্যান
শারমিন আ-ছেমা সিদ্দিকী
আমি হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা দিয়ে
তোমার হৃদয় দিলেম সাজিয়ে,
তুমি প্রত্যাখ্যান করে গেলে চলে আমায় সাগরে ভাসিয়ে।
কোথায়, কি ত্রুটি ছিলো
আমাদের ভালোবাসায়?
নিরবে গেলে চলে তুমি
কিছুই তো বললে না আমায়।
কতো প্রহর অপেক্ষায় থাকি
এই বুঝি এলে তুমি,
সাগরের ঢেউ এসে জাপ্টে ভাঙ্গে
আমার হৃদয় মরুভূমি।
অনুভবে তুমি চুপি চুপি এসে ডাকো আমায় অভিসারে,
কেমনে আমি দিব তবে সারা তুমি যে প্রিয় আছো ওপারে!
চোখ বুজিলেই তোমাকে দেখি হৃদয় পটে শুধু তোমাকেই আঁকি।
তুমি যে আমার স্বর্গীয় প্রেম
তুমিই আমার হৃদয় পিদিম।
জোনাক জ্বলা রাতে শুধুই তোমার হাতটা ধরে,
আমি থাকি তোমার সাথে
আর হাঁটি নদীর চরে।
ছোট্ট একটা চিমটি দিয়ে
আমি যাই দৌড়ে দূরে
তুমি এসে খিলখিলিয়ে
নাও বুকে জড়িয়ে ধরে।
কেঁদে কেঁদে শুধু আমি
বলি চাঁদের সাথে কথা,
আমাকে একা ফেলে তুমি
কেন চলে গেলে সখা?
কতো সাধ ছিল একসাথে রবো জনম জনম ভরে
শুধু একবার বলো কেন গেলে চলে
তুমি অমন করে?