“জীবন চাই জীবন”কবিতাটি লিখেছেন আমেরিকার আটলান্টা থেকে কলমযোদ্ধা_জবা চৌধুরী

561
“জীবন চাই জীবন”কবিতাটি লিখেছেন আমেরিকার আটলান্টা থেকে কলমযোদ্ধা_জবা চৌধুরী

জীবন চাই জীবন

জবা চৌধুরী

শূন্য হাতে একটি ভরসার আঁচলকে সম্বল করে
কাঁটায় ভরানো পথে পা বাড়িয়েছি জীবন ভিক্ষা চাইতে
একটু শান্তি, দুরাচারহীন এক টুকরো নির্মেঘ নীলাকাশ
যেখানে নিঃশ্বাসের তৃপ্তিতে থাকবে স্বর্গীয় উপভোগ।

বাক্যবাণের ছলনায় থাকবে না প্রতিনিয়ত পদস্খলনের শঙ্কা
‘আমিত্ব’ অন্যের চোখের আয়নায় প্রকাশিত হবে স্ব-মহিমায়
অনিশ্চয় জেনেও আগামীকালকে বরণে মন হবে দ্বিধাহীন
ছোট্ট জীবন বিকশিত হবে সহস্র সূর্যোদয়ের আলোয়।

সহস্র আশায় ভরা জীবন নদীতে ঢেউ আসুক
সাথে ভেসে আসুক মন উদাস করা মাঝি-মাল্লার গান।
একান্তে মন খুঁজুক বন্ধুত্বের শান্ত-সুখের নীড়
জীবন দেখুক আরও স্বপ্ন— সামনে চলার।
==============================

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here