মানুষ চাই
——নাসিমা খান।।
ছুঁয়ে দিলেই তুমি মানুষ থেকে পুরুষ হয়ে উঠবে জানা ছিলো না,
নিজেকে নারী হিসেবে আবিষ্কার করার আগেই
তাই পালিয়ে এলাম
ছুঁয়ে দেখবো না আর তোমার হাত
শাখা প্রশাখা জন্মাতে পারে যত্রতত্র
আঙুল ছুঁলেই হতে পারে সমুদ্র
উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে যেতে পারি
তোমার চোখ ছুঁলেই বৃষ্টি হতে পারে
ঠোঁট ছুলেই ঝর্ণা
ছুঁয়ে দেবার তৃষ্ণা মুছে দিলাম ইচ্ছে থেকে
এখন থেকে বুকের ভিতর কান্না পুষবো
চোখের ভিতর নদী
তোমাকে ছোঁবো না কোনো দিন
কারণ মানুষ চাইছি পুরুষ চাইনে আর!