“শিরোনামহীন”
হামিদা পারভিন শম্পা
মাঝ রাতের অবাধ্য অশ্রুতে
কেন মিশে থাকিস?
নিস্তব্ধ রজনী তে বলনা
কার ছবি আঁকিস।
কুয়াশা মাখা শিশিরের বুকে
কার পদচিহ্ণ,
তোর হৃদ মাজারে আছে
কে আমি ভিন্ন?
গ্রীষ্মের বৈরী হাওয়ায়
তপ্ত অভিমানী মন,
স্নিগ্ধতার পরশবুলায় কোথায়
সেই আপন জন