আসছে ঈদে
আয়েশা মুন্নি
আসছে ঈদে হচ্ছে না আর
নতুন জামা পড়া
বলছে বাবা নিত্য পণ্যের
দামটা নাকি চড়া।
ঔষধ পথ্যি, তেল চিনি ডাল
চালেও নাকি আগুন
রাত পোহালেই এসব কিছুর
দাম বাড়ছে দ্বিগুণ।
বাজার দামে, বাবার ঘামে–
চলছে না আর ঘর
বলছে বাবা, সোনামণি
আর একটু সবুর কর।
গেল ঈদের দামে ঈদে
যাচ্ছে না জামা কেনা
দুমুঠো ডাল ভাতে এবার
বাড়ছে প্রচুর দেনা।
মধ্যবিত্ত সংসারে মা
সুখ কেনা যে দায়
লক্ষ্মী সোনা দে না এবার
পুরাণ জামা গায়।
আচ্ছা বাবা,ওটাই থাক
তুমি একটা নিও
সামনের ঈদে দাম কমলে
আমায় কিনে দিও।
মাথা তুলে যেই দেখেছি
দেখি, বাবার চোখে জল
আমার চোখেও ঠিক তেমনি
জল করছিলো টলমল।
জানো তোমরা,বাবার
খুব পেয়েছি কষ্ট
কারা ওরা, বাজার চালায়…
দাম বাড়ানোর দুষ্ট?