মেঘের খোঁজে
গীতিকাব্য
পারমিতা চ্যাটার্জী
চৈত্রের উদাস হাওয়ায় মাঝে মাঝে মেঘের ফাঁকে
বৃষ্টি খুঁজি,
মনে হয় ঝরে পড়ুক অঝোর ধারে
সবুজ পাতার ফাঁকে আবার নতুন করে পলাশ ফুটুক।
ও পলাশ ঝরে যেওনা, ও নদী থেমে যেওনা,
ও মেঘ তোমার স্তুপের অন্তরালে লুকিয়ে আছে বৃষ্টি যে,
তাকে ঝরতে দাও, তাকে বেঁধে রেখোনা
ঝরা পাতার মতন যেনো সেও ঝরে পড়ে।
দুঃখ রাতের আধার থেকে একটুকরো হাসি ঝরে।
সে যেনো তোমার মতন হাসি দিয়ে ভরিয়ে রাখে,
অন্ধকারে আলোর প্রদীপ খানি জ্বালে।
ও মেঘ হারিয়ে যেওনা, বৃষ্টি তুমি পালিয়ে যেওনা।
ফাঁকি দিয়ে পালিয়ে গেলে কান্না ঝরে পড়ে
সে কি জানোনা —
বৃষ্টি তুমি পালিয়ে যেওনা —।।
ও প্রভাত আধার ঘুচিয়ে আনো নতুন উষার আলো
ও আধার পথ ভুলোনা, আধার রাতে তারার আলো দেবে নীরবতার কোণে।।
আলো আঁধারের অন্তমিলের মাঝে আসুক নতুন দিনের আলো।