কবি- মুহাম্মদ মুস্তফা হোসেন এর অনন্য সৃষ্টি কবিতা “ রৌদ্র স্নান চাই ”

804
কবি- মুহাম্মদ মুস্তফা হোসেন

 রৌদ্র স্নান চাই

             মুহাম্মদ মুস্তফা হোসেন

আবারো খুব রোদ দেখতে ইচ্ছে করছে।
এই ব্যস্ত শহরের যে কোনো রাস্তায়
সবার অলক্ষ্যে তোমার ঘামে ভেজা হাতটি
খুব ছুঁয়ে দিতে ইচ্ছে করছে।

আমি আর নিতে পারছি না
যজ্ঞনাথের নিরুপদ্রব মধ্য দুপুর।
দশ মিনিটের পথে রিকশায়
তোমার সাথে আধ ঘণ্টার আলাপের
সেই ট্রাফিক জ্যামটাকে অনেকদিন দেখা হয় না।

কিংবা ধর, তোমার আমার সেই অলস ঘণ্টা।
বাদাম চাচা, ফুচকা মামা, তার্কিক বৃহন্নলা অথবা
ধুলোমাখা গোলাপ বিক্রি করা
ফুটফুটে সেই ছোটুটা।

এক মুঠো মানুষের জন্যে
আমি ক্ষুধার্ত রাক্ষস।
এক বুক আকাশ নিতে চাই তোমার সাথে।

আবার আমি হাঁটতে চাই
ব্যস্ত ওই ফেলে আসা নগরীতে।
রৌদ্র স্নান চাই, সকলের সাথে।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here