কলম
নওরোজ নিশাত
কলম তরবারির চেয়েও ধার
কি আপ্লুত ছিলাম ।শুনে বুকটা ভরে উঠতো ।
আমি তুমি তো সেই কলমবাজ কবি ।
ধারের কিছু নমুনা পেশ না করলে চলে বন্ধুবর।
এই তো মানুষ ফাল করে দুই হিস্যায় বেটে দিলাম
হিন্দু মুসলমান ।
ভাগ করে দিলাম তুমি আর আমিকে ।
ভাগ হয়ে গেল বন্ধুত্ব
ভাগ হয়ে গেল শুভ বোধ
ভাগ হয়ে গেলে বিবেক
ভাগ হয়ে গেল ভালোবাসা
কলম নাকি বেদনার মলম জুড়ে দেয় সবকিছু
জুড়েছে বটে
মনে হিংসা,
বিদ্বেষ
কলম তলোয়ার সত্যি যদি হোত
তবে বিদ্বেষী ভরা মস্তিষ্ক গুলো
দেহ থেকে বিচ্ছিন্ন করে দিত
মলম যদি হোত
তবে তবে সব ক্ষত মিটে
আবার হাত ধরে হাঁটতে পারতাম কবি হতে গেলে মানুষ হতে হয়
এই পাঠ কয়জন পেয়েছে ?