এরা কারা
সাহানুকা হাসান শিখা
হে স্বপ্ন জাগানিয়া শহর,
কি স্বপ্ন দেখছো তুমি?
তোমার এই নগরীতে,
শুধুই লাশের বহর।
কখন জাগবে তুমি
জানেনা তা মানুষ,
তুমি নিজেও জানো না
গভীর নিদ্রায় বেঁহুশ।
এমবুলেন্সের বিকট আওয়াজ,
মিডিয়ায় ছাপছে খবর,
হাসপাতালে লাশের ট্রলি,
খুঁড়া হচ্ছে গন কবর।
একদিন থাকতে তুমি
দিবারাত্রি জেগে।
কাজ কাজ আর কাজ
শ্রমিক চলতো বেগে।
কতজন ছিলো ফুর্তি আমোদে,
ক্লাব রেঁস্তোরা আর বারে।
আজও তারা করছে বিলাস
চেয়ে দেখো ঐ সাগর পারে।
সেথা বানিয়েছে প্রমোদ নগর,
সুখের বিছানা আইসোলেসন।
হোমকোয়ারেন্টাই,নিজস্ব চিকিৎসা
ডাক্তার নার্স আর ভেনটিলেশন।
তাঁরাই হলো পুঁজিবাদী দল
রাজ্যটা তাদের দখল,
এবার বলে খুলো লকডাউন,
কাজ করুক শ্রমিকের দল।
পেটে নেই ভাত,বন্দী দিনরাত
শরীরে নেই আর বল।
এবার নামবে কাজে তারা
লক্ষ কোটি হবে প্রাণ হারা
সরকার আর পুঁজিবাদ মিলে
আনন্দে আত্মহারা।




















