“জীবনের শেষ পথ ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা ।

531
“জীবনের শেষ পথ ” কবিতাটি লিখেছেন আমেরিকা থেকে কাব্য ভারতী কবি কলমযোদ্ধা সাহানুকা হাসান শিখা ।

“জীবনের শেষ পথ”

                সাহানুকা হাসান শিখা

অতীতের কৃতকর্মের ভয়ে
ভবিষ্যৎ দিতে চাও নির্বাসনে ?
তুমি বন্ধুত্ব করতে চাও,
চির একাকিত্বের সনে।
নিয়তী কি তা কখনও চায়?
নিজেকে দেখ একবার আয়নায়!
না কি দেখেছো কখনও ভাবনায়?
কি লেখা আছে তোমার কররেখায়?
তুমি আসলেই একজন ভীতু,
অতি নড়বড় তোমার জীবন সেতু।
অপরাধের ভয়ে তুমি কাঁপছো,
আর জীবনের আগামী পথ মাপছো।
নিয়তী চলে তার নিজের গতিতে,
স্মরণ রাখে কি ঘটেছিল অতীতে!
নিশ্চই রাখে তার অবদান আগামীতে,
প্রতিটি মূহূর্তের ঘটে যাওয়া স্মৃতিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here