শিরোনাম_ভ্রম_বশত ।
রত্নপ্রভা_গাঙ্গুলী
*************************
পারি দিয়েছে পরিযায়ী বিহঙ্গীরা,
দেশের বার্তা পৌঁছাবে বলে ওপারা।
ডানার ঝাঁপি তে তুলে নিয়ে নীল খামে ,
দীঘলে জল থেকে কিছু পাহাড় ছুঁয়ে
সৌহার্দ্য মিশিয়ে অমৃত ধামে।
লাল নীল তিতলিরা খেলছিল বিকেল কমলা কোয়ায়,
তির তির ক্ষেত সবুজের জলায়।
তিড়িং তিড়িং লাফিয়ে গঙ্গা ফড়িং,
ডগায় ডগায় লেজ নাড়িয়ে তাধিন তাধিন ।
বিহঙ্গী দের ডাকছিল , ক্ষণে ক্ষণে,
আমাদের নেবে গো নীল গগনে?
বাগানবাড়ি টা দেখবো ওপারার?
ছোট বলে আমাদের খোঁজ নেয় না গো ঈশ্বর।
প্রাণহীন তো নই , কত রং মেখে দিয়েছে দেখো,
তবু আনাচকানাচে ঘুরঘুর দৃষ্টিপথে শুধুই অদৃশ্য।
এবার কিছু করি যদি ছোট হয়ে,
যাই যদি ভিন্ন সাজে বলবো দেবতার চরণ ছুঁয়ে।
নিয়ে নাও তোমাদের সাথে কিছু সিঁড়ি এগিয়ে,
ভাঁজে ভাঁজে বনফুল নেবো কুড়িয়ে।
ধূলিধূসর মাখানো বেঁধে নেবো অত শত,
ঝকমকে হবে তখন পথ ভুলবে না কেহ #ভুলবশত।