দু:স্বপ্নের প্রহর
সাহানুকা হাসান শিখা
থেমে গেলো বুঝি সব কোলাহল?
থেমে গেল জীবনের হিন্দোল।
রয়ে গেলো সায়াহ্নের আয়োজন,
চলো আরও কিছু দূর হাঁটি দুজন।
তোমার কি মনে হয় ?
চলতে পারবো আমরা যোজন যোজন।
হৃদয় মাঝে রেখেছি বেঁধে তুমি সুজন।
নেই তো আর ফিরে যাবার সেই বেলায়
অতীতের কাদা মাটি ধুলায়।
নেই সেই অবসর আবার সাজাই বাসর
নেই সেই ইচ্ছা,চাই না দোসর।
পেছনে ফেলে আসা গহীন বালুচর
যদি আমায় ডাকে, ভাবে না কখনও পর।
আমি তো পারি না যেতে,
সে যে এক দু:স্বপ্নের প্রহর।