ভাল্লাগেনা করোনা
শারমিন সিদ্দিকী
আর ভাল্লাগে না, চারদিকে শুধু
করোনা করোনা আর করোনা,
এবার একটু প্রশান্তির শ্বাস
সবাইকে নিতে দাওনা।
কি যে আতংক মানব মনে
করোনা করোনা করোনা,
বলি, এসেছি এখন বাইরে থেকে
তোমরা আমাকে ছুয়োনা।
বাইরে থেকে নিয়ে এসেছি
বাজার ভরা থলে,
ধরবে পরে, ব্লিচিং পানির
স্প্রে করা হলে।
ঘর মুছতে জীবানু নাশক
হাত ধুতে লাগে সাবান,
ঘরে বাইরে ধুম পরেছে
হচ্ছে পরিষ্কারের অভিযান।
ঘরে বন্দী আছে সবাই
খাচার পাখির মতো,
দূর হয়ে যাক নতুন বছরে
জীবাণু আছে যতো।
ডাক্তার, নার্সরা নির্বিশেষে
খাটছে অকাতরে,
পুলিশ মোতায়েনের পরেও কতো
প্রাণ যাচ্ছে ঝরে ।
দয়া করে এবার তুমি
যাও চলে করোনা
ভাল্লাগেনা ভাল্লাগেনা ভাল্লাগেনা
চিরতরে যাও আর এসোনা।