অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি রেবা হাবিব এর লিখা কবিতা “পাখি কাব্য”

603
অস্তিত্বের ভাবনায় জাগরুক কবি রেবা হাবিব এর লিখা কবিতা “পাখি কাব্য”
কবি রেবা হাবিব

পাখি কাব্য

              রেবা হাবিব।
————-

পুরনো সব চিঠিগুলো জমা পড়েছে ই-মেইল এ
হলুদ সময়ে মোড়া স্মৃতিদের যত উপকথা।
গহীন উত্তরে ঘুম ভাঙে সব পাখিদের
আজ পাখিদের বিবাহ উৎসব
নিমন্ত্রিত সব ঝরাপাতা ও মেঘ।
জোছনা ভেজা পলাশ-শিমুল গাছ জুড়ে চলছে
জম্পেশ গল্প আর আড্ডা !
ফ্ল্যাশ-লাইট লাগেনা ওদের।
মধ্যরাতের কাব্যচর্চা!! সেত অনেক হলো জীবনে
পাখি হওয়ার প্রবল ইচ্ছে জাগে মনে।
কেন পাখী হলাম না !!
মেঘের দেশে উড়ে বেড়াতাম
আর, ভালোবাসার ঘর বেঁধে সারাক্ষণ
জড়িয়ে থাকতাম কোন নিমগাছকে
কারণ, নিমগাছে কোন পতঙ্গ থাকেনা।
পতঙ্গের বসবাস যত পরিচিত দেয়াল
আর সংসারের চাবির গুচ্ছের মাঝে।
তাইতো বিরামহীন উড়াল কাব্যের মাঝে হারিয়ে যায় মন!!
পোড়ামাটির ঘ্রাণ আর শীতল প্রস্রবণে আকণ্ঠ ঘুমিয়ে
পড়ার অনুমতি আজ চাইছি আমি
বৃক্ষরাজ আর সরোবরের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here