ওপার বাংলার ব্যতিক্রম পরিক্রমায় বিরল প্রতিভাধর কবি সুপর্ণা রায় এর অসাধারন কবিতা“সৃষ্টি ”

437
কবি সুপর্ণা রায় এর অসাধারন কবিতা“সৃষ্টি ”
প্রতিভাধর কবি সুপর্ণা রায়

সৃষ্টি

     সুপর্ণা রায়

আমার ভুবন ডাঙার মাঝে
এক ফালি চাঁদ তুমি ।
শিশির বিন্দু ঘাস ফড়িং এর সাথে।
পেজা তুলো মেঘ আমার বালিশে
গোলাপের পাপড়ি তে সৃষ্টিকর্তা নেই।
বীজ রোপণ এর মধুর স্মৃতি মৌচাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here