তোমাকে পাই বা না পাই
——-হোসনেয়ারা বেগম।
————–
তোমাকে পাই কিংবা নাই পাই
আমি আমাকেই আরেকবার খুঁজে পেতে চাই,
হোগলার বনে ডাহুকের সুখভরা সংসারে
নিশ্চিন্ত নিদ্রায় ভরাপেট -আহারে।
বালিহাঁস আর ইলিশের ঝাঁকে,
তেঁতুলিয়ার জোয়ারে ঘোলাজল -পাঁকে।
শঙ্খচিলের ডানায় মেঘেদের সীমানায়
আমি আরেকবার আমাকেই ফিরে পেতে চাই।
যদি পাই খুঁজে খুঁজে মিহিদানা শালুকের বুকে—
ভেসে চলা কচুরিপানা আর ভাঁটফুলে পথে পথে।
কিষাণীর রাঙাঠোঁট নাকছাবি নোলকে,
যদি পাই চাঁদনী রাতে পুঁথিপাঠ -শোলকে।
ক্ষতি নাই পাই বা না পাই তোমাকে —