নিরবে হারালে
—মিনু আহমেদ।
জানি—ভুলা বড়’ই দায়
তবুও মন ভুলতে চায়।
আঁচলে মুখ ঢেকে রাখি
সিক্ত নয়ন মুছে হায়!
নিরবে হারালে——তুমি
দৃষ্টির অদূরে আজ।
বিবশ করে তব—স্মৃতি
সকাল-দুপুর আর সাঁঝ।
পাষাণ তুমি লুকিয়ে আছো
দৃষ্টির আড়ালে রোজ।
অশ্রুর—জলে গাহন করি
নাহি তব খোঁজ।
কোথায় তুমি প্রিয় স্বজন—
কাছে আসো ফিরে।
যাচ্ঞা—করি ঈশ্বর শানে
তোমার স্মৃতি ঘিরে।
পারি না আর রোধিতে জল
ক্লান্ত মোর নয়ন।
ফিরে এসো—কাম্য মনে—
করিতে প্রেম চয়ন।