“জ্যোস্নাস্নাত রাত” কবিতাটি সৃষ্টিশীল লেখনির আলোয় আলোকিত করেছেন কবি_শারমিন সিদ্দিকী।

517
কবি_শারমিন সিদ্দিকী।

জ্যোস্নাস্নাত রাত

             শারমিন সিদ্দিকী

সেদিন ছিল জ্যোস্নাস্নাত রাত
পুকুর ঘাটে কাঁঠাল চাঁপার পাশে,
একই সাথে বসে বলেছিলে প্রিয়
তোমার হাতে রেখে আমার হাত।

সাক্ষী ছিল পুকুরের মাছ
আরও গাছের ফুল,
আমায় ছেড়ে যাবেনা তুমি
কখনো করেও ভুল।

দিয়েছিলেম কথা তোমারে সখা
ভুলিনি সেই জ্যোস্নাস্নাত রাত,
চিরদিন তোমার থাকব পাশে
হয়ে পূর্ণিমারই চাঁদ।

দেখিয়েছিলে স্বপ্ন তুমি
সুউচ্চ আকাশে উড়তে,
শিখিয়েছিলে তোমায় নিয়ে
স্বপ্ন ভেলা ভাসাতে।

চলছিলাম তাই হাওয়ার বেগে
দেখাব বলে চমক,
কোত্থেকে এক বিঘ্ন এসে
রুখে ধরল পথ।

ভাঙব আমি শত বাঁধা
রচিব তারার মেলা,
তোমাকে নিয়েই ভাসাব আবার
মন স্বপ্নের ভেলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here