সাদৃশ্য
সাফিয়া খন্দকার রেখা
দাঁড়ালো এসে হঠাৎ একজোড়া মৃত চোখ
মরা সাদা মাছের চোখের সঙ্গে সাদৃশ্য তাদের
একদিন বহুদিন দেখেছি এ চোখ
প্যাঁচার মত জ্বলজ্বলে
সূর্যের রূপের সাথে ছিলো আশ্চর্য রকম প্রগাঢ় রৌদ্রস্বাদ।
চোখের পথ থেমে গেছে অমাবস্যাতিথির কোলাহলে
দূর থেমে থাকে শূন্যতার গোলকধাঁধায়
ঋতুবতী পৃথিবী ঘুমিয়ে রয় ঘাসের আলিঙ্গনে
গভীর বিস্ময়ে মৃত চোখে বিস্তীর্ণ
সাদা জোৎস্না খেলাকরে।