এই কঠিন পরিস্থিতি তে শত দুঃখেও আমরা বাঁচতে চাই।এটা সেই কবিতা“বাঁচার গান” লিখেছেন ভারত থেকে সৃজনশীল কবি-হামিদা বানু

464
“বাঁচার গান” লিখেছেন ভারত থেকে সৃজনশীল কবি- হামিদা বানু

বাঁচার গান
হামিদা বানু


জীবনের ছাদে দোল খায় আমার পুবাকাশ
বনলতা অবকাশ,মায়ের আঁচল সম
মেঠো উচ্ছ্বাস ।
যখন সিক্ত ব্যাকুল দোঁআশ খুঁজে ফেরে
সর্বপরি তীব্র আঁচের দীপ্ত চোখ
শিল্পীর তানে শিল্পের টানে
বর্ন মালার খুশী
তোমার টানে ভাসি ।
তোমার ঝাঁঝ আমাকে মুগ্ধ করে
সৃষ্টির উপকন্ঠে তোমার সন্ধি সমাস
গরম তেলে পাঁচ ফোড়ন
কাঁচা লংকার ছিটকে ওঠা
নড়ে ছোটা গন্ধ
বেঁচে উঠবার হাঁচি।
তুমি সমাবেশ,তুমি নিবৃওি
পরম প্রিয় জীবন
তোমায় ভালো বাসি।
প্রত্যাশার পাশে,কখনও ঘুমাতে পারিনি
মিথ্যের বাঁধে ভাসতে পারিনি
মনে রেখো ভাষার জন্ম দিনে
গরম ভাতে দেবো নুন
আহা ধোঁয়া ওঠা ঢেকুর
ইষ্টিশনের জানলা
মধুর বাংলা।
ভীত গন্ডির কাঁচ এসো তছনছ করি
বিভাজন উপেক্ষা করি
এসো নীর সুগভীর।
বিদগ্ধ লয়ে ইচ্ছে রঙের শাড়ি
মেলবো তোমার ধানে
যত্নে রেখো রোদে ।
অববাহিকার পথে,বিষাদের ছায়া মুছে
প্রভাতীর রাঙা ফুল হাতে
এসো আশা, দৃঢ় অন্বেষা
মুক্ত নদীর বাঁশী
তোমার গাঙে ভাসি!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here