আজ নীলা আলমের ৫ম বিবাহ বার্ষিকী।খুব ছোট উপহার তার লিখা কবিতা “হে প্রিয়”

513
খুব ছোট উপহার তার লিখা কবিতা “হে প্রিয়”

হে প্রিয়,
নীলা আলম

তোমার ঐ ঘাস – শয্যার মখমলের চাদরে জড়িয়ে নাও একবার বাহুবন্ধনে;
আমি আষাঢ়ের জলে অঙ্গ ভিজাবো!!!
জ্বালাব মন, নাই বা থাকুক ভালোলাগা…
আমি বিলাসী পাপে পোড়াবো বন্ধন,
প্রসারিত বাহু বন্ধনে হচ্ছে মায়া বন্দী;
আমি তখন উল্লাসে মুগ্ধ….,
ছিন্ন করি খোলা জানালার পর্দা;
তখন এক ছিটেফোঁটা আলোতে দেখি নিজেকে……
ভাবি!!!
এ আমার রোমাঞ্চকর মুগ্ধতার খেলাঘর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here