শিরোনাম_শব্দ_ভাঁজে
রত্নপ্রভা_গাঙ্গুলী
*******************
কত দূর আর কত দূর বলো মা,
যাচ্ছিস কোথায় ভর দুপুরে কাঁধে ঝোলায়?
আর ডেকো না গো পিছু পিছু,
ঝারা পথে খোঁজো নতূন কিছু।
পুরনো দিনের ছাওয়াল থর থর কেপে চলা,
সময়ের ঘন্টা ঢং ঢং স্বরে চৈতি বলে ডাকছিল ওবেলা।
রথী নিয়ে এলো তাই , চোখে আবছায়া ,
শেষ হয় নি গো তোমার পথ, বাজে নি বিদায়ী ঘন্টা।
ঘরে দাওয়াত পাই নি গো , বসবে না নাকি মেলা,
কাঁসর ঘন্টা ও বাজবে না বললো মাঝি বৌ এ বেলা।
নীল পূজায় আসন পাতবে নাকো কেউ,
আদলি সিকি ও পাইনি মনে উথলা ঢেউ।
যাই মাঝ গাঙে নিদ্রালু মাঝি কে তুলবো ডেকে,
ঘুরন্ত পথেই দোর দোর ছুঁয়ে গেলাম এঁকে বেকে।
আষ্টেপৃষ্ঠে ধূলি জমেছে পথে ঘাটে
যেন কালিমা নিকাশে,
এবেলা বৈশাখী এসে ঝার পৌঁছ করবে এসে।
পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়”
না গো বাঁধবো না , বাঁধবো নাএ ধূলি তে তোমায় ।
তোমার গাঁটে ধূলিময় অসুখ বেঁধে নিয়ে ,
নীলশাড়ী টা টান টান মেলে দাও গিয়ে।
মুঠোমুঠো ছড়িয়ে বকুল ফুল সন্ধ্যা বেলায়,
ভাসবে যখন নতুন সাজে নীল ভেলায়।
বৈশাখীর গান কবিতা গাঁথা নিয়ে আঁচল খাঁজে,
জ্যোৎস্নায় পাতানো আঙিনায় ঝরবে শুধু #শব্দ_ভাঁজে ভাঁজে।