“অনুভূতি তোমার ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার প্রাপ্ত লেখক ও কবি_সুজাতা দাস।

922
“অনুভূতি তোমার ” কবিতাটি লিখেছেন ওপার বাংলার বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার প্রাপ্ত লেখক ও কবি_সুজাতা দাস।

অনুভূতি তোমার

                          সুজাতা দাস

চলতে চলতে যেদিন হঠাৎ
থেমে যাবে পথ, পড়বে কী মনে
তোর? আমাকে তখন!!
না’কী সেখানেই হবে শেষ যাপন-

যেদিন হঠাৎ উঠবে ঝড়
ঐ আকাশে, পড়বে কী মনে
তোর, আমাকে তখন!!
না’কী ঝড়ে’ ঝরে পড়বে নিশি যাপন-

আকাশে যখন উঠবে পূর্ণিমার
ঐ বিশাল চাঁদ, পড়বে কী মনে
তোর? আমাকে তখন!!
না’কী খুঁজে ফিরবি অরুন্ধতী, যাপনে-

অনেক তারার ভীরে যখন
খুঁজিস আমাকে, পড়বে কী মনে?
তোর? আমাকে তখন!!
না’কী অবাক বিস্ময়ে খুঁজবি যাপনে-

আমি আছি যে তোর অনুভব
আর অনুরাগে, খুঁজে দেখেছিস
অন্তরে তোর? আমাকে তখন!!
না’কী সমস্ত অনুভূতিতে বিষাদ যাপন-

তবু মনে পরে-
এক নৈঃশব্দ্যর তারা ঢাকা কোনও রাতে, যেখানে মুখরিত করে স্মৃতি অন্য মুখে-

পথের শেষেই’তো-
আবার নতুন পথ খোঁজা কোনও প্রাতে, যেখানে ভালোলাগা ছড়িয়ে থাকে পথে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here