ডুব সাঁতার
*********নাসরিন জাহান মাধুরী
ডুব দিয়েছি অতলে, আষ্টেপৃষ্ঠে জড়ানো আছে
ভালোবাসা, অভিমান, নীলকষ্টের ভার।
ভাসতে দেবেনা আটকে রাখবে অতলেই।
ভাসবো যে আর নেই তো এখন সে সময়।
ভালোবাসাটাকে বাদ দিতে গেলে কষ্ট এসে যোগ হয়।
কষ্টগুলো মুছতে চাইলে ভালোবাসারাও যোগ দেয়।
অভিমানগুলোও ভালোবাসায় পাল্টায়।
সব কিছু নিয়ে ডুবে আছি, ডুবে থাকি।
ডুব সাঁতারেই পৌছ যাবো ওপারে।