“ভূলুণ্ঠিত আমাজন ” লিখেছেন ভারতের কবি — দিবাকর মণ্ডল। যেটি প্রতিভা সন্ধান কাব্য পরিষদ ৩০/০৮/২০১৯ তারিখের সেরা লেখা ।

508
কবি -- দিবাকর মণ্ডল

ভূলুণ্ঠিত আমাজন

                                @ —— দিবাকর মণ্ডল —— @

আমাজন কাঁদে দাবানলে পুড়ে –
বিভীষিকা, কালো ধোঁয়া ,
বিষাধারে ধরা গিয়েছে ছেয়ে,
প্রাণেতে আকুতি ছোঁয়া ।

মরমে কি জ্বালা যুঝিবে না জানি,
কেবলি দৃশ্যে ত্রাস !
বাকি কটা দিন প্রাণের বাসনা
করিবে কি কারাবাস ?

লাখো প্রাণ গেল দগ্ধ প্রহারে
নীরব ধরণী মাতা !
কে দেবে তাদের প্রতিদান আজি-
কে রচিবে বন্য ত্রাতা ।

অজুহাত ধরি নিখিল বিশ্বে
ঝিল্লীর ঝঙ্কার ,
শুধু কি মানিবে ? বিশ্ব প্রাচীর
হল বুঝি সংহার !

জীনন্ত এই ফাঁসির কণ্ঠে
একটু দাও হে জল ,
হাতে হাত মিলি দ্বিধা-ভেদ ভুলি
বাঁচাও যা সম্বল ।

ধরার ক্রুদ্ধ রক্ত আঁখির
দানবী অগ্নিবাণ –
কলুষিত করি ভরিছে আকাশ
মৃতপ্রায় যত প্রাণ ।

আজকে জাতির নাশের ঘন্টা
বেজে উঠে আমাজনে ।
স্তম্ভিত কর , বাঁচাও বন্য
প্রার্থনা কর মনে ।

যত গেল প্রাণ,হারা অরণ্য –
দুর্যোগে কালরাত্রি ।
জাগ্রত কর হৃদয় নিদ্রা ,
নিজেরে না হতে যাত্রী ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here