ইচ্ছে ঘুড়ি
সাহানুকা হাসান শিখা
মনের ইচ্ছা পরিপূর্ণ
হওয়া একটা বিরাট সফলতা।
সেই সফলতার কাছে অবশ্যই
হার মানবে সকল ইতিকথা।
ইচ্ছে ঘুড়িটা উড়ে বেড়ায় নীল আকাশে,
হীমেল বাতাসে,
সাগরের লোনা জলে দোল খায়,
শখের ভেলায় ভাসে।
সুগন্ধি মাটির টানে সবুজ ঘাসে
গড়িয়ে পড়ে ধু ধু বালু চরে।
কখন যে আবার চলে যায়
মহাশূন্য তারার দেশের রাণী হয়ে
রাজকুমারের ঘোড়ায় চড়ে।
সেই ঘুড়িটা নাটাই ছিঁড়ে হারিয়ে
যায় যদি কোন কালে,
তাহলে আর নেই যে রক্ষা—
জীবন যাবে বিফলে।




















