দৈনিক আলাপ ওয়েবডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টনের কৌশল হিসেবে ৬৩টি আসনে প্রার্থী দেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব আসন রাখা হয়েছে জোটভুক্ত বা সহযোগী রাজনৈতিক দলগুলোর জন্য।
বিএনপির নীতিনির্ধারণী সূত্র জানায়, দলটি এবার নির্বাচনী রাজনীতিতে সমন্বয়মূলক কৌশল গ্রহণ করেছে। মূল দল বিএনপির পাশাপাশি ২০-দলীয় জোট ও অন্যান্য মিত্র সংগঠনের প্রার্থীদের জায়গা দিতে এসব আসন খালি রাখা হয়েছে।
দলীয় সূত্র বলছে, ২৩৭টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি, বাকি ৬৩টি আসনে প্রার্থী দেয়নি শরিকদের জন্য। এর মধ্যে কিছু আসন ঐতিহ্যগতভাবে জোটভুক্ত দলগুলোর, আবার কিছু আসনে স্থানীয় সমন্বয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হবে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “এবার আমরা জোটের ঐক্য ধরে রাখতে গুরুত্ব দিচ্ছি। শরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে কিছু আসন ছাড় দেওয়া হয়েছে। এতে সম্মিলিত প্রচারণা জোরদার হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন ছাড়ের এই পদক্ষেপের মাধ্যমে বিএনপি জোট রাজনীতিকে সক্রিয় রাখার বার্তা দিতে চাইছে। তারা মনে করেন, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ঐক্য বজায় রাখার এই প্রয়াস নির্বাচনী কৌশলের অংশ।




















