পেলোসির অবসরে ট্রাম্পের সরাসরি আঘাত—‘শয়তান মহিলা’ বলে কটাক্ষ

30
Doinik alap
সাবেক হাউস স্পিকার ও ডেমোক্রেটিক পার্টির প্রবীণ নেত্রী ন্যান্সি পেলোসিক (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া ভাষায় আক্রমণ করেছেন ডেমোক্র্যাটিক নেত্রী ও সাবেক স্পিকার ন্যান্সি পেলোসিকে। সম্প্রতি পেলোসি কংগ্রেস থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এক সমাবেশে ট্রাম্প তাঁকে “শয়তান মহিলা” বলে উল্লেখ করেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, নিজের প্রচারণা–সংক্রান্ত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “পেলোসি আমেরিকার জন্য সবচেয়ে ক্ষতিকর সিদ্ধান্তগুলো নিয়েছেন। তিনি দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছেন। তিনি একজন ‘শয়তান মহিলা’।” ট্রাম্পের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
এদিকে ন্যান্সি পেলোসি ট্রাম্পের মন্তব্যকে “রাজনৈতিক বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণ” বলে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ট্রাম্পের এই ভাষা দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে যায় না। বরং এটি বিভাজন বাড়ায়।”
অবসরের ঘোষণা দেওয়ার আগে দীর্ঘ চার দশক ধরে মার্কিন কংগ্রেসে দায়িত্ব পালন করেন পেলোসি। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে স্পিকার পদে দায়িত্ব পালন করেন, যা দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটির রাজনৈতিক পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে, যেখানে দুই প্রধান রাজনৈতিক দলের নেতাদের মধ্যে কথার লড়াই আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here