গাজায় ফের ইসরায়েলি হামলা, নিহত ১৮

25
Doinik alap

আন্তর্জাতিক ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫ : ইসরায়েলের নতুন বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে এ হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান গাজার কয়েকটি স্থানে হামলা চালায়। এতে বহু বাড়িঘর ধসে পড়ে এবং অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের ঘাঁটি লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশিরভাগ হামলাই হয়েছে বেসামরিক এলাকায়।

জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে নেতানিয়াহু বলেছেন, “হামাসের হুমকি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here