ওসমান হাদির মৃত্যু, শোকে স্তব্ধ সারা দেশ

44

দৈনিক আলাপ ওয়েবডেস্ক: সারা দেশ শোকে স্তব্ধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি আঘাতজনিত চিকিৎসা নিয়ে সিঙ্গাপুরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢামেক এবং এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি সিঙ্গাপুরে নেওয়া হলে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে চিহ্নিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই ১৪ জনকে আটক করেছে।

তার মৃত্যুর সংবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানগুলোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসিরুদ্দীন নাসির হাদিকে “এক অবিচল সাহসী নেতা, দেশের সংস্কৃতি ও স্বাধীনতার প্রতিরোধে অটল” বলে স্মরণ করেছেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ, শোক জানিয়ে ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে পোস্ট করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ আরও অনেকে। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here