” আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ ”উপলক্ষে ঈশ্বরদীতে ভ্যান ক্যাম্পেইন ও মানববন্ধন

528
'' আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ ''উপলক্ষে ঈশ্বরদীতে ভ্যান ক্যাম্পেইন ও মানববন্ধন

ঈশ্বরদী প্রতিনিধি : ইউরোপিয়ান ইউনিয়ন নেট্জ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর বাস্তবায়নে ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস২০২০ পালিত হয়েছে। ”সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” এই স্লোগান কে সামনে নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন নাগরিক জোটের আয়োজনে গতকাল সোমবার বিকেলে আন্তর্জাাতিক তথ্য দিবস উপলক্ষে ভ্যান ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক সমাজ শক্তিশালী করনের মাধ্যমে নারীর অধিকারকে সুরক্ষাও প্রতিষ্ঠা প্রকল্প এর আওতায়                 ‘’ আর্ন্তজাতিক তথ্য অথিকার দিবস ২০২০ ‘’ ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন এর আওতাপারা বাজারে নাগরিক জোটের সদস্যদের নিয়ে এই মানববন্ধনে অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন জোটের সভাপতি আবেদ আলি বিশ্বাস , জোটের সহ সভাপতি সাইদুল ইসলাম , জোটের নেত্রী মাহমুদা আক্তার আমরাই পারি কর্মী সীমা আক্তার সহ জোটের সদস্য জুয়েল , প্রমূখ।

মানববন্ধন শেষ সাহাপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here