ঈশ্বরদী প্রতিনিধি :ইউরোপিয়ান ইউনিয়ন নেট্জ বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এর বাস্তবায়নে ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ পালিত হয়েছে। ”সংকটকালে তথ্য পেলে জনগনের মুক্তি মেলে” এই স্লোগান কে সামনে নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন নাগরিক জোটের আয়োজনে ২৯/৯/২০২০ মঙ্গলবার সকালে আন্তর্জাাতিক তথ্য দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক সমাজ শক্তিশালী করনের মাধ্যমে নারীর অধিকারকে সুরক্ষাও প্রতিষ্ঠা প্রকল্প এর আওতায় ‘’ আর্ন্তজাতিক তথ্য অথিকার দিবস ২০২০ ‘’ ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন এর সামনে নাগরিক জোটের সদস্যদের নিয়ে এই মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাঁড়া ইউনিয়ন এর জনপ্রিয় চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার আরও অংশ গ্রহন করেন সাঁড়া ইউনিয়ন পরিষদের নিবাচিত সদস্য গণ , জোটের জুবাহের হসসাইন লিটু সরদার , আব্দুর রকিব , রুমানা খাতুন , নাহিদা খাতুন , আমরাই পারি কর্মী নিলুফা সুলতানা সহ প্রমূখ।