জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জুলাইযোদ্ধা – শরীফ ওসমান বিন হাদি

21
জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জুলাইযোদ্ধা

দৈনিক আলাপ ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। মোটরসাইকেলে এসে প্রকাশ্যে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন এই জুলাইযোদ্ধা।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ায় আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে হামলার ঘটনাকে রাজনৈতিক নেতারা ও নিরাপত্তা বিশ্লেষকরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য “এলার্মিং” বলে উল্লেখ করেছেন। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের ধরতে তৎপরতার কথা জানিয়েছে।

এর আগে চট্টগ্রাম-৮ আসনেও এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, কারাগার ভাঙার পর অপরাধীদের মুক্ত অবস্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা এবারের নির্বাচনে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। সন্ত্রাসীরা বিভিন্ন প্রার্থীর হয়ে প্রভাব বিস্তার করতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

নিরাপত্তা ও অপরাধ বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, শুধু মৌখিক নির্দেশ নয়—প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে এবং সহিংসতা বাড়ার ঝুঁকি থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here