পাবনার ভাঙ্গুড়ায় ‘কমিউনিটি স্কোরকার্ড’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

4
Doinik Alap
‘কমিউনিটি স্কোরকার্ড’ বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড)-এর উদ্যোগে বুধবার (১২ই নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিতকরণ বিষয়ক ‘কমিউনিটি স্কোরকার্ড মতবিনিময় সভা’ খানমরিচ বি.এম. কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন খানমরিচ আদিবাসী সমবায় সমিতি লিমিটেডের সংগ্রামী সভাপতি বাবু জ্ঞানেন্দ্র মুরারি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানমরিচ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. কিবরিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খানমরিচ ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, বিএম কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোফাজ্জল হোসেন,মহিলা মেম্বার শিউলি বেগম ও জাহানারা বেগম, কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমজাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার মান বিষয়ে নম্বর প্রদান করেন এবং নির্বাচিত জনপ্রতিনিধিগণ আত্মমূল্যায়ন করেন। সভায় সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেডের প্রোগ্রাম সমন্বয়ক আশিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড), সহযোগিতায় ছিল উই ক্যান বাংলাদেশ এবং ক্রিশ্চিয়ান এইড।
সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটি সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here