সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভার্চুয়াল মিটিং

989

দৈনিক আলাপ ওয়েবডেস্ক:‌ সুনামগঞ্জে হাওরাঞ্চলের প্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব’ শীর্ষক আলোচনা ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৫ জুন) বেলা ১১ টা থেকে ৩ টা পর্যন্ত উন্নয়ন সংস্থা এ্যাফরট ফর রুরাল এ্যাডভান্সমেন্ট(ইরা)’র উদ্যোগে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফরম এ- ডেভলাপমেন্ট (এলআরডি)’র সহযোগিতায় এ র্ভাচ্যুয়াল মিটিং অনুষ্ঠিত হয়।

র্ভাচুয়াল মিটিং-এ সভাপতিত্ব ও সমন্বয় করেন উন্নয়ন সংস্থা এ্যাফরট ফর রুরাল এ্যাডভান্সমেন্ট (ইরা)’র নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম।

র্ভাচুয়াল মিটিং এর শুরুতেই হাওরের জীববৈচিত্রের উপর প্রবন্ধ উপস্থানপন করেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. নজরুল ইসলাম।

এতে প্যানেল আলোচক হিসেবে যুক্ত হন, অমেরিকার লক হ্যাভেন বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান, সিলেট কৃষি বিশ^বিদ্যাল অধ্যাপক ড. এ এইচ এম মাফুজ হক, অধ্যাপক ড. নির্মল চন্দ্র রায়, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফরম এ- ডেভলাপমেন্ট (এলআরডি)’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নয়ন মিয়া, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জ নারী উন্নয়ন সংস্থা’র সভাপতি নিগার সুলতানা কেয়া।

উন্মুক্ত আলোচনায় যুক্ত হন, রুরাল এ্যাডভান্সমেন্ট সোসাইটি (রাস)’র নির্বাহী পরিচালক দ্রুপদ চৌধুরী নূপুর, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, হেলভেটাস-এর কো-অর্ডিনেটর মোহাম্মদ সালাহ উদ্দিন, র‌্যাক বিডির নির্বাহী পরিচালক  ইবাদুর রহমান বাদল, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পদক মুহিবুর রহমান, বৃটেন থেকে যুক্ত হন সমাজকর্মী কামরুল হক , চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও সুনামগঞ্জ পাবলিক ইউনিভারসিটি এসোসিয়েশনের সভাপতি আশফাক তানজিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here