অবজ্ঞা।
মহিউদ্দিন খান এমেলে।
(শেষ পাতার কবিতা গ্রুপে ২০২০ (মার্চ) এর প্রতিযোগিতায় সেরা কবি মহিউদ্দিন খান এমেলে )
আমি যেদিন চলে যাবো এই পৃথিবী নামক নাট্যমঞ্চ ছেড়ে সেদিন কেউ’ই তোমরা কাঁদবেনা,
কাঁদবেনা কেউ আমার লাশের পাশে দাড়িয়ে, কাঁদবেনা কেউ আমার মরামুখ দেখে।
তোমরা সেদিনও অবজ্ঞা করিও আমায়, সেদিনও আঘাত করিও,
সেদিন চিতায় জ্বালিয় দিও আমার মরদেহটাকে।
আমার সাদা কাপড়ে মোড়ানো লাশটাকে দেখে সেদিন কারোর চোখ দিয়ে যেন দুফোঁটা জলও গড়িয়ে না পড়ে।
সেদিন কেউ মায়া কাঁন্না কেঁদোনা, মায়া কাঁন্না কেঁদে বুঝিওনা কাউকে তোমরা আমাকে ভালোবেসেছিলে।
আমাকে কেউ’ই কখনো ভালোবাসেনি।
আমি কখনো কারোর প্রিয়জন বা ভালোবাসার মানুষ হয়ে উঠিনি৷ আমি তোমাদের সবার কাছেই একজন অযোগ্যে পাত্র ছিলাম।
তাই আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়া আগে কিছু লিখে দিয়ে যেতে চাই রক্তাক্ত হৃদয়ের রক্ত দিয়ে পৃথিবীর প্রতিটি দেয়ালে দেয়ালে
এই পৃথিবীতে কেউ কখনো আমাকে ভালোবাসেনি,করেছে শুধু আমার সাথে নিছক অভিনয়।
কেউ কখনোই আমাকে বুঝেনি,
কেউ কখনোই আমাকে বুঝার একটুও চেষ্টা করেনি।
শুধু আমাকে একমাত্র বুঝেছে আমার জনম দুঃখী মা জননী ।
এই জীবনে শুধু মানুষের কাছ থেকে আমি বুক ভরা কষ্ট লাঞ্চনা আর অবজ্ঞা’ই পেয়েছি,
কতোটা রক্ত ঝরে আজ ব্যথায় কাতর হয়েছি,
সে জানে আমার অন্তর্যামী, আর জানি আমি।
আমাকে কেউ ভালোবাসেনি।