জেসমিন জাহানের একটি অনবদ্য অনুভূতির কবিতা “চেতনার অনুভবে তুমি ’’

277
জেসমিন জাহানের একটি অনবদ্য অনুভূতির কবিতা “চেতনার অনুভবে তুমি ’’

চেতনার অনুভবে তুমি
জেসমিন জাহান

এক মুঠো শুদ্ধ হিমেল হাওয়া
তুমি পাঠাতেই পারো আজ
জ্যৈষ্ঠে- দুপুরের তীব্রতায়;
তোমার চেতনার শুভ্রতা মেখে
শীতল হবে আমার প্রতি মুহূর্ত,
ভালোবাসার স্নিগ্ধ স্পর্শে
চোখ বুজে আসা মুহূর্তগুলোকে
আমি উপভোগ করতে চাই,
উষ্ণ মাদকতার আবেশ
সমস্ত হৃদয় জুড়ে ছড়াবে
সৌম্য-শান্ত এক মিষ্টি আবহ,
কৃষ্ণচূড়ার রঙে রঙে
রঙিন হয়ে উঠবে- আজীবন
অন্ধকারে ঢেকে থাকা
অশান্ত এ মনের অলিগলি,
দেহের প্রতি রোমকূপে
তীব্র গরমেও ছড়িয়ে পড়বে
তুষার শুভ্র আলোর রেখা
মনের অলিন্দে; রন্ধ্রে রন্ধ্রে
আমি তা অনুভব করতে চাই
অতএব,তুমি পাঠাতেই পারো
তাকে আমার ঠিকানায়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here