আশা
নাসিমা হক মুক্তা
একটু একটু জড়িয়ে পড়া ডগায়
অন্যরকম ভাবে জমেছে
বহুকালের ঘন আঁচল!
যা ছড়িয়ে – ছিটিয়ে শিরার ভেতর
জপ মালা হয়ে গুটি খেলে
গোপন গোপন আঁচে পুড়েছে পুরো ডাল
আপামর দিগন্তে
সারিসারি বেঁচেবর্তে আশা’রা জেগে থাকে
চোখ খুলে ;
ছিটকে পড়া অঞ্জলির ইতিহাসে ঘুমিয়ে পড়ে
আকাশের দিকে তাকানো জীবন গলির হাসিঝরা মুখ
প্রতি ভোরে ঘুম ভেঙে দেখে
নতুন আশার, নতুন অট্টহাসি
যা থেকে সুদিন ফিরে ফিরে চলে যায়
দুরাশার অনিশ্চিত গহনে….