“আমি ভাল আছি ”লিখাটি লিখেছেন কলমযোদ্ধা কবি – রুদ্র অয়ন ।

485
কলমযোদ্ধা কবি - রুদ্র অয়ন ।

আমি ভাল আছি

                             রুদ্র অয়ন

আমি ভাল আছি
অনেক ভাল আছি ।
মাঝে মাঝে
তোমার স্মৃতিগুলো
দমকা হাওয়ার মত
এলোমেলো করে দিয়ে যায় বটে
তবুও সব মাড়িয়ে ভাল থাকি ।

আমার কোনও কষ্ট নেই
কষ্টের চেয়ে
সুমহান আবিষ্টতা
আমাকে ঘিরে থাকে ।

সুখের ডানায়
স্বপ্ন সাজিয়ে
উড়ে বেড়াই ;
ঘুড়ে বেড়াই-
চেনা পথ ধরে ।

তুমি ছাড়া বুকের গহীনে
শূন্যতা ঘিরে থাকলেও
শূন্যতার দেয়ালে পিঠ ঠেকিযে
অনেক ভাল থাকি ।
আমাকে যে ভালই থাকতে হয় ।

বিদায় বেলায় বলেছিলে-
ভাল থেকো !
বলেছিলেম-
তুমি ছাড়া কি করে ভাল থাকি !
কোন কথাই আমার শোনোনি !
আমি অনেক কেঁদেছিলেম !
কাঁদতে কাঁদতে আমি
ভাল থাকতে শিখেগেছি ।

ভালই থাকবো আমৃত্যু ,
সে কেউ জানুক বা না জানুক ।

ভাল আছি
সমস্ত ভাল না থাকাকে উপেক্ষা করে ।

ভাল থাকি-
কল্পনার হাওয়ায় চড়ে !
আমাকে যে ভালই থাকতে হয় ।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here