বেলা-অবেলার হিসাব
জেসমিন জাহান
আমার পরম শ্রদ্ধেয় নার্গিস ম্যাডামকে উৎসর্গ লেখাটি করলাম…
মিছে ভালোবেসে মুক্তি খুঁজেছ বৃথা
করেছো নিজেকে শুধুই অপমান
অবহেলা অনাদরে বঞ্চিত রাতদিন
ভুলে গিয়েছিলে নিজেরও রয়েছে প্রাণ।
জীবন সঁপেছ জীবনের জন্য যেথা
সে কী বুঝেছিলো তোমার মর্মজ্বালা!
নিজের থেকেই দিয়েছো জলাঞ্জলি
পড়েছিলে হাতে স্বেচ্ছায় বেড়িবালা।
স্বাধীন সত্ত্বা দিয়েছো বিকিয়ে হেলায়
ভুলের সাগরে ডুবে আছো নিশিদিন
ছাড় দিয়ে গ্যাছো বেলা আর অবেলায়
আশার প্রদীপ দিনে দিনে হলো ক্ষীণ।
প্রসব ব্যথায় কাতর প্রসূতি যেমন
অনাগত সুখে অধীর অপেক্ষায়
পাহাড় সমান ধৈর্যের বাঁধ তুলে
পাষাণ বুকে দাঁড়িয়ে আছো ঠাঁয়।
কলিজার আধা ছিঁড়ে নিলো অসময়ে
নিদারুণ এক কালবৈশাখীর ঝড়
করুণা করেনি ভাগ্য এতটুকু
এক মুহুর্তে করেছে তোমায় পর।
দু’চোখে আশার স্বপ্ন বুনছো আজও
লক্ষ্যের চূড়া কতোটা দূরের পথ
নিরবধি ওই নদীর মতোই বয়ে
অগোছালো চলে নিয়তির কালো রথ।